আমাদের দেশে পঞ্চাশোর্ধ বয়সী জনসংখ্যার শতকরা ৬৫ ভাগ লোক ব্যথা জনিত সমস্যায় ভোগেন। বিশেষ করে যেসব সন্ধিস্থল শরীরের ওজন বহন করে এবং অতিরিক্ত ব্যবহৃত হয়। এর মধ্যে ঘাড়, কোমর, কাঁধ বা সোল্ডার জয়েন্ট এবং হাঁটুব্যথার রোগী সবচেয়ে বেশি পাওয়া যায়।
আমাদের শরীরের জয়েন্ট বা অস্থিসন্ধিগুলো বেশ কয়েক দশক ধরে নিখুঁতভাবে কাজ করে। এরপর কোনও এক সময়ে এসে সে জায়গাগুলোতে ব্যথা সৃষ্টি করে। কিন্তু কেন
শরীরে হাড়ের জয়েন্ট হাড়ের ভার বহন করে এবং নড়তে সাহায্য করে। কোনও আঘাত অথবা রোগের কারণে হাড়ের জয়েন্টের যদি ক্ষতি হয়, তাহলে হাড়ের জয়েন্টে ব্যথা হতে পারে এবং চলাফেরা করা কঠিন হয়ে যেতে পারে।
ব্যায়ামের ঘাটতি, অনিয়মিত খাওয়া-দাওয়া, বিভিন্ন পুষ্টিগুণের অভাব ইত্যাদি কারণে এই সমস্যা হয়ে থাকে এবং ধীরে ধীরে এই সমস্যা বাড়তে থাকে।
সুস্থ ও ব্যাথামুক্ত জয়েন্টের জন্যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিভিন্ন পুষ্টিগুণ মিশ্রিত ‘আর্থ্রোফোর্ট ’ এক মূল্যবান নিউট্রাসিউটিক্যালস এন্ড ফুড সাপ্লিমেন্ট হিসেবে পরীক্ষিত ।
——————————–
Arthroforte™
For Healthy Joint & Cartilage