ব্যাথামুক্ত, সুস্থ ও শক্তিশালী টেন্ডন লিগামেন্ট ও মাংসপেশীর জন্য টেন্ডোপোর্ট

ব্যাথামুক্ত, সুস্থ ও শক্তিশালী টেন্ডন লিগামেন্ট ও মাংসপেশীর জন্য টেন্ডোপোর্ট

 

টেনডন সমস্যা একটি অতিসাধারণ সমস্যা।

কঙ্কালতন্ত্র বা Musculoskeletal সমস্যার মধ্যে ৩০ শতাংশ মানুষ টেনডন সমস্যায় ভোগেন।

টেনডন কি?

খুব সহজে বললে, মাংসপেশি ও হাঁড়ের সংযোগস্থল। অর্থাৎ, মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ের সঙ্গে সংযুক্ত হয়, এই শক্ত প্রান্তকে টেনডন বলে।

টেনডনের সমস্যা অনেক ধরণের হতে পারে ।

টেনডন এবং রগ একই কথা। আমরা অনেকে জানি রগ দিয়ে রক্ত প্রবাহিত হয়। কিন্তু, প্রকৃতপক্ষে রক্তনালী দিয়ে রক্ত প্রবাহিত হয়। টেনডন বা রগ আমাদের শরীরের হাঁড়ের সাথে মাংসপেশির জোড়া লাগায়। হাঁটা চলা বা যাবতীয় কাজকর্মের সময় টেনডন বা রগের নড়াচড়া হয়।

টেনডনকে মজবুত রাখার জন্য ‘টেন্ডোফোর্ট’ বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন সাপ্লিমেন্ট।

এতে আছে Glucosamine and chondroitin sulphate, vitamin C, Hydrolazed Collagen, Bromelaim, methyl-sulfonyl-methane ইত্যাদি। প্যাথলজিকাল টেনডন Disorder বা সমস্যার এক উপযোগী সমাধান এই ‘টেন্ডোফোর্ট’ ফাংশনাল ফুড এন্ড নিউট্রাসিউটিকাল সাপ্লিমেন্ট।

…………………………………..

Tendoforte-

For healthy Tendons, Ligaments & muscle